
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২:২৯

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে বোরকা পরা নিষিদ্ধের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। বোরকা ও হিজাব নিষিদ্ধ করে হাসপাতাল কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করলে পুরো মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় উঠে।
এ ঘটনার জেরে পদত্যাগ করেছেন ওই হাসপাতালেরই পরিচালক ডা. মো. রফিকুল ইসলাম। রবিবার রাতে তিনি এ পদত্যাগপত্র দিয়েছেন। তবে হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আশরাফুল আলম বোরকা ও হিজাব নিষিদ্ধের সত্যতা নিশ্চিত করে বলেন, নার্সরা যদি বোরকা পড়ে তাহলে তাকে তো চেনা যায় না। অনেক অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভবনা সাথে। এটি এড়িয়ে চলার জন্যই কর্তৃপক্ষ ড্রেসকোড মেনে চলার নিদের্শনা দিয়েছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব