
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০:৪৭

বেশ কিছু দিন ধরে সরকারের উচ্চ মহলের নির্দেশে ঢাকা সহ সারা দেশে যুবলীগের অসৎ নেতাদের আটক বা তাঁদের অসৎ ইনকামের রাস্তা বন্ধ করে দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোটি কোটি টাকা, স্বর্ণ গহনাসহ আটক হয়েছেন।
সারা দেশে একটা আত্মক কাজ করছে দুর্নীতিবাজ বা নীতিহীন নেতা কর্মীদের মধ্যে। সরকারে উচ্চ মহলের করা হুশিয়ার যে কেউ কে ছাড় নয় হোক সে যত বড়ো নেতা। ইতিমধ্যে অনেকের দেশ ত্যাগের চেষ্টা করেছেন তবে সরকার তাঁদের বিরুদ্ধে নিষেদাজ্ঞা আরোপ করেছন।
তাই এই গ্রেফতার এরাতে অনেকই চিল্লায় যাবার প্রস্তুতি বা যাচ্ছেন বলে জানা গেছে। তাই জনগণের আবেদন যে আইন শৃঙ্খলা বাহিনী এই অসৎ নেতাদের খুঁজতে যেন সব জায়গাতে খোজ খবর রাখেন। ধর্মীয় জায়গাতে যেন এই অপরাধীরা গাপটি মেরে সুযোগ না নেয়।
