
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০১৯, ৫:৩২

চাঁদপুরের ছাত্রলীগ নেতা খাজে আহমেদ মজুমদারে মাদক সেবনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খাজে আহমেদ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। গত শুক্রবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মাদক সেবনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। খাজে আহমেদ বর্তমানে নিজেকে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য বলে দাবি করেন।
এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মূল মাদক ডিলারের নাম। ওই ডিলার-ই হচ্ছেন, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার। এলাকাবাসী জানান, খাজে আহমেদ এর পেশিশক্তি ও তার অনুসারী মাদক সিন্ডিকেটের কারণে মুখ খুলতে পারছেন না কেউ। উপজেলার সর্বত্র মাদক নিয়ন্ত্রণ করছে খাজে আহমেদ। আওয়ামী লীগ সমর্থকরা দলের সম্মান বাঁচাতে তাকে আইনের আওতায় আনার দাবি জানান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব