
প্রকাশ: ২২ আগস্ট ২০১৯, ২২:৪৮

বন্দিদের সাথে মানবিক আচরণ করতে হবে। আমাদের কোন ভাবেই ভাবলে চলবে না যারা ভিতরে আছে তারা মানুষ নয়। তারাও আমার/আপনার মতো মানুষ। এখানে অমানবিক আচরনের কোন সুযোগ নেই।” জামালপুর কারাগার পরিদর্শনে গিয়ে বৃহস্পতিবার সকালে এক বিশেষ স্টাফ দরবারে এসব কথা বলেন কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা ।
তিনি আরো বলেন, একটি সুশৃঙ্খল বাহিনী হতে হলে শৃঙ্খলার কোনো বিকল্প নেই। শৃঙ্খলা মেনে চলতে হবে। এর কোনো ব্যাত্যয় গ্রহন করা হবে না। যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তিনি আরো বলেন, সারা দেশে ডেঙ্গু জ¦রের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আল্লাহর অশেষ রহমতে এবং কারা কর্তৃপক্ষের সক্রিয় অংশগ্রহনে সারা দেশে কোনো কারাবন্দি ডেঙ্গুতে আক্রান্ত হয়নি। তিনি বৃহস্পতিবার জামালপুর জেলা কারাগার পরিদর্শন শেষে বিশেষ স্টাফ দরবারে কারা কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এর আগে তিনি কারাগার পরিদর্শন করেন। এসময় জেলা কারাগারের জেল সুপার মকলেছুর রহমানসহ স্থানীয় প্রশাসন ও কারাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
