করোনায় মৃত্যুশূন্য আরও একটি দিন, শনাক্ত ৪৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার ৮ই এপ্রিল ২০২২ ০৪:৩৫ অপরাহ্ন
করোনায় মৃত্যুশূন্য আরও একটি দিন, শনাক্ত ৪৮

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। তবে এ সময় রোগী শনাক্ত হয়েছে ৪৮ জনের।শুক্রবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৩০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ২৩৮টি নমুনা। এরমধ্যে কারও মৃত্যু না হলেও ৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৬৬০ জন।


দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৯৯৫ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ লাখ ৮৭ হাজার ৩২৩ জন।


নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৭ শতাংশ। মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৬ শতাংশ।উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয়।