
গাংনীতে করোনা ঝুঁকি বাড়াচ্ছে ওয়ার্ড সমাবেশ

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ৩:৩৫

সারাদেশে প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে কয়েক হাজারের অধিক মানুষ। করোনার থাবায় মৃত্যুবরণ করছে অসংখ্য মানব প্রাণ। খুলনা বিভাগের মধ্যে করোনা ভাইরাসের ঝুকিপূর্ণ জেলাগুলোর মধ্যে অন্যতম মেহেরপুর।
গতকাল (১২ ফেব্রুয়ারী) মেহেরপুরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৬ জন। যার মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১০ জন, গাংনী উপজেলায় ৫ জন এবং মুজিবনগর উপজেলায় ১ জন। জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, বর্তমানে মেহেরপুরে মোট ২৭৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন। যার মধ্যে গাংনী উপজেলায় রয়েছেন ৮০ জন। এবং গতকাল মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর অভিযোগও রয়েছে।

চারিদিকে যখন করোনা ভাইরাসে দেশের পরিস্থিতি ঝুকিপূর্ণ। করোনার ভয়াল থাবা থেকে দেশের মানুষকে বাঁচাতে এবং দেশের কোমলমতি শিক্ষার্থীদের বাঁচাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। ঠিক তখনই এই কঠিন বাস্তবতার মধ্যে দাড়িয়ে স্বাস্থ্যবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেতবাড়িয়া এবং ভবানীপুরে ওয়ার্ড সমাবেশ করেছে কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক জামায়াত ইসলামের নেতা মাওলানা আলম হুসাইন।
স্বাস্থ্যবিধির মধ্যে থাকা অন্যতম বিষয় মাক্স পরিধান করতে হবে। মাক্স পড়াতো দূরের কথা ওয়ার্ড সমাবেশ চলাকাল সাধারণ মানুষের এলোপাতাড়ি চলাফেরা এবং ধূমপানের বিষয়ও লক্ষ্যনীয় হয়েছে। এক অপরের চেয়ে কয়েক ফুট দুরত্ব বজায় রাখার কথা বিধিনিষেধে আরোপ থাকলেও তার কোনটি চোখে পড়েনি।

সাধারণ মানুষকে মহামারী করোনা থেকে সচেতন করার কাজ জনপ্রতিনিধিদের। কিন্তু তারাই যদি এমন মহামারীর মধ্যে অসচেতনতার কাজ করে তবে ঝুঁকি কয়েকগুণ বেড়ে যাবে বলে মনে করেন সচেতন মহল। তারা এবিষয়ে উপজেলা প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন।
মাক্স শূন্য মানব এবং স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি করোনা ভাইরাসের ঝুকিপূর্ণতায় কেমন হতে পারে এবিষয়ে জানতে কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সংযোগ প্রদান সম্ভব হয়নি।

