প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ৪:২৫
রেডজোন ঘোষণার দিনেই ৮ মাসের মধ্যে বগুড়ায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) একদিনে ৯৪ জন কোভিড টেস্টে পজিটিভ হয়েছে বলে নিশ্চিত করেছেন বগুড়া সিভিল সার্জন শফিউল আজম।
তিনি জানান, গত মঙ্গলবার ৫৬ জন শনাক্ত হওয়ার ২৪ ঘণ্টার ব্যবধানে ১৭৪ শতাংশ বেড়ে ৯৪ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭৪ জনই সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৩৯ জন। এখনও পর্যন্ত বগুড়ায় মোট ৬৮৮ জনের মৃত্যু হয়েছে।
শফিউল আজম জানান, বগুড়ার তিন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৫৪ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ১৩, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩২ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৯ জন রয়েছে চিকিৎসাধীন রয়েছেন।
‘শনাক্তের হার ২১ দশমিক ৩৪ শতাংশ যা ২৪ ঘণ্টার ব্যবধানে হয়েছে ৩৯ দশমিক ৪৯ শতাংশ।’
আগামীকাল করোনা প্রতিরোধে জেলা কমিটির একটি বৈঠক আহ্বান করা হবে বলেও জানান তিনি।