প্রকাশ: ২৪ জুন ২০২১, ০:৫২
দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা হাকিমপুর হিলিতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ উপজেলায় করোনা কালিন সময়ে সর্বোচ্চ শনাক্ত। ছোট এ উপজেলায় মোট করোনায় আক্রান্ত রোগী রয়েছে ৭৩ জন।
ভারত থেকে আমদানি রপ্তানি স্বাভাবিক ও সম্প্রতি সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকা পড়া যাত্রী পারাপারের কারণেই দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয় কয়েকজন ক্ষোপ প্রকাশ করে বলেন, ভারত থেকে আমদানি রপ্তানি স্বাভাবিক ও সম্প্রতি সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকা পড়া যাত্রী পারাপারের কারণেই হিলিতে হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
কারণ ভারতে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। যার জন্য ভারত থেকে আসা ট্রাক ড্রাইভার বাংলাদেশে অবাধে প্রবেশ করার কারণে হিলির অবস্থা অবনতির দিকে। যদি প্রশাসন কঠোর পদক্ষেপ না নেয় তবে ভারতের থেকেও কঠিন আকার ধারণ করবে বলে মনে করেন তারা।
হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে আমদানি রপ্তানির উপর কঠোর পদক্ষেপ নিয়েছি। ভারত থেকে আসা ট্রাক ড্রাইভার এবং হেলপারদের করোনা টেস্টের সনদ নিয়ে প্রবেশ করার কথা বলা হলেও তারা মানেনি।
তাদের দেশে করোনার টিকার সংকট এমন অযুহাতে আমদানি চালু রেখেছে। এতে হিলির করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আমদানি রপ্তানি বন্ধ করা প্রয়োজন বলেও জানান তিনি।
এদিকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ আল হাসান জানান, গত ২৪ ঘন্টায়১০৪ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ১৯১ জনে।
এদের মধ্যে মৃত্যু দুই জন ও সুস্থ হয়েছেন ১১৬ জন। বাকি ৭৩ জন চিকিৎসাধীন রয়েছে। দিন দিন উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাই করোনার সংক্রমণ রোধে শতভাগ স্বাস্থ্য বিধি নিশ্চিত ও মাস্ক পড়ার বিকল্প নাই বলে মনে করেন তিনি।