প্রকাশ: ১৮ জুন ২০২১, ১৬:৫২
সাতক্ষীরার শ্যামনগরে করোনা আক্রান্ত হয়ে খুলনা হসপিটালে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত সন্তোষ মন্ডলের পুত্র আশুতোষ মন্ডল (৩২)।
১৭ ই জুন বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০ টায় খুলনা হসপিটালের আইসোলিউসিন বেডে তার মৃত্যু হয়। মৃত আশুতোষ মন্ডলের ৫ বছর বয়সের একজন পুত্র রয়েছে।
প্রতিবেশি অসিত মন্ডল বলেন, বৃহস্পতিবার বিকালে তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু এই ধরনের ঘটনা হরিনগরে প্রথম ঘটায় তার পরিবার ভয় পাচ্ছিলো কিন্তু আমাদের পাশে বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম - আহবায়ক সুজন দাস,পিন্টু বাউলিয়া ও সদস্য সচিব উৎপল কুমার মন্ডল আসলে আমরা সাহস পাই।
তারপরে তারা ও পরিবেশ , অনিবার্য , প্রাণ ,অসিত , জগদীশ , সুধাংশু ,পরেশ , রামপাল মিলে মৃত ব্যক্তির সৎকার করি।
প্রতিবেশী অসিত বলেন, আশুতোষ মন্ডল খুলনায় গল্লামারি ইস্কন মন্দিরে সেবক হিসেবে কাজ করতেন। কয়েক দিন আগে তার গায়ে ১৫/২০ টার মতো ফোড়া এবং সাথে জ্বর হয়েছিলো। গ্রাম্য ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলছিলো।
তিনি আরও বলেন, তার পরে তাকে শ্যামনগর থেকে পরিক্ষা করালে টাইফয়েড ধরা পরে কিন্তু কয়েক দিন অতিবাহিত হওয়ার পর তার অবস্থা আবার খারাপ হতে থাকে ফলে তাকে মঙ্গল শ্যামনগর হসপিটালে নিয়ে গেলে তারা নেয় না, তার পরে তাকে সাতক্ষীরাতে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানেও ভর্তি নেয়নি ফলে খুলনাতে নিয়ে যাওয়া হয়।
তার পরপর তাকে বিভিন্ন পরীক্ষা করতে হয় এবং পরবর্তীতে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ডাক্তাররা তাকে আইসোলিউসনে রাখে কিন্তু বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়।