প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ১৮:২৮
কোনো ট্যাগ পাওয়া যায়নি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্বামী-স্ত্রীসহ ৪ ব্যক্তির দেহে করেনা শনাক্ত হয়েছে। নিজ বাড়িতে তারা চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফুজ্জামান সরকার।
করোনা আক্রান্ত ৪ ব্যক্তির মধ্যে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে স্বামী-স্ত্রী দুইজন, ধোপাডাঙ্গা ইউনিয়নে একজন ও তারাপুর ইউনিয়নে একজন।
ডাঃ আশরাফুজ্জামান সরকার বলেন গত ১১ দিনে (০১-১১ এপ্রিল) ২০ ব্যক্তির নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে টেস্টের জন্য পাঠানো হয়। রিপোর্ট আসে ১৯ জনের। এরমধ্যে ৪ জনের দেহে করোনার উপসর্গ পাওয়া যায়। বাকি ১৫ ব্যক্তির দেহে নেগেটিভ আসে।
আক্রান্ত ৪ জনেই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। সুন্দরগঞ্জ উপজেলায় করোনার দ্বিতীয় ডোজ শুরু থেকে গত রবিবার পর্যন্ত ২৬৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছে। প্রথম ডোজ এ পর্যন্ত নিয়েছেন ৮ হাজার ৯১৭ জন।