https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সাংবাদিকদের গালি দিলেন জবানবন্দি শেষে মজনু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ৩:৫২

শেয়ার করুনঃ
সাংবাদিকদের গালি দিলেন জবানবন্দি শেষে মজনু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার মজনু ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের খাস কামরায় বেলা আড়াইটা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী ঘটনার বর্ণনা দেন তিনি। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।জবানবন্দি শেষে কোর্ট হাজত থেকে কারাগারে নেওয়ার পথে ছবি তুলতে গেলে অশ্রাব্য ভাষায় তিনি সাংবাদিকদের গালাগালি করেন।পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন শাখা সূত্রে জানা যায়, মজনু নিজেকে ‘সিরিয়াল রেপিস্ট’ হিসেবে স্বীকার করেছেন। এর আগে পুলিশের কাছে দেয়া তথ্যের অনুরূপ কথাই বলেছেন। 

সূত্রে জানা গেছে, মজনু বলেছেন তার কোনো স্থায়ী বাসস্থান নেই। ভবঘুরে অবস্থায়ই তিনি থাকেন। ঢাবি ছাত্রীকে ধর্ষণের আগে তিনি বহুবার মানসিক প্রতিবন্ধী, ভিক্ষুক ও ভাসমান নারীদের ধর্ষণ করেছেন। গত ৯ জানুয়ারি এই মামলায় মজনুকে ৭ দিনের রিমান্ডে পাঠান আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী। সেই রিমান্ড শেষ হওয়ার একদিন আগেই মামলার তদন্তকারী কর্মকর্তা আবু সিদ্দিক আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর করার পর তাকে বিচারকের খাসকামরায় নিয়ে জবানবন্দি রেকর্ড করা হয়।

এর আগে গত ১০ জানুয়ারি ঘটনার বর্ণনা দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি দেন ধর্ষণের শিকার ঢাবি ছাত্রী। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরা তার জবানবন্দি রেকর্ড করেন। ওই ছাত্রী সেদিন বিচারকের কছে ঘটনার সবিস্তার বর্ণনা দেন।গত ৭ জানুয়ারি রাতে মজনুকে গ্রেফতার করে র‌্যাবের একটি টিম। পরে ধর্ষণের শিকার ওই ছাত্রীকে দেখিয়ে ধর্ষককে শনাক্ত করা হয়। গ্রেফতারের পর তার কাছ থেকে ভিকটিমের মোবাইল ফোনসহ খোয়া যাওয়া সামগ্রী জব্দ করা হয়। 

পরদিন ৮ জানুয়ারি দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারোয়ার বিন কাশেম বলেন, মজনু একজন সিরিয়াল রেপিস্ট। ঢাকায় আসার পর বিভিন্ন রেল স্টেশনে কিংবা এর আশপাশে থাকতো। সে একজন মাদকাসক্ত। তার স্ত্রী মারা যাওয়ার পর পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হযে যায়। ঢাকায় এসে সে প্রতিবন্ধী ও নারী ভিক্ষুকদের ধর্ষণ করতো বলে জিজ্ঞাসাবাদে আমাদের জানিয়েছে।গত ৫ জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে কুর্মিটোলা বাস স্টপেজে ধর্ষণের শিকার হন ঢাবি ছাত্রী। ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
https://enews71.com/storage/ads/01JPGKM6HF6Z9KMXY1REE9WXY0.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JP5YKC7WPY9CJWY37XZPWKM0.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

পাকিস্তানে পাওয়া গেল ডোনাল্ড ট্রাম্পের মেয়ে

পাকিস্তানে পাওয়া গেল ডোনাল্ড ট্রাম্পের মেয়ে

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিতর্কের শেষ নেই। যৌন কেলেঙ্কারি, নির্বাচনী দাঙ্গা, পুতিনের সঙ্গে সম্পর্ক—এই সব কিছুর পর এবার তার পিতৃত্ব নিয়ে এক পাকিস্তানি নারীর চমকপ্রদ দাবি সামনে এসেছে। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই নারী দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প তার জন্মদাতা! ভিডিওতে দেখা যায়, এক পাকিস্তানি নারী উর্দু ভাষায় নিজের পরিচয় দিচ্ছেন। তিনি নিজেকে মুসলিম এবং পাঞ্জাবি হিসেবে পরিচয়

ক্ষুধায়  বিমানবন্দরে বসে খেয়ে নিলেন নিজের স্যুটকেস!

ক্ষুধায় বিমানবন্দরে বসে খেয়ে নিলেন নিজের স্যুটকেস!

বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষমাণ এক নারী যাত্রী ক্ষুধার তাড়নায় কামড় বসালেন নিজের স্যুটকেসে। তারপর তৃপ্তি সহকারে খেতেও শুরু করলেন। এমন দৃশ্য বাস্তব কিংবা ভিডিওতে দেখে সবার চোখই ছানাবড়া। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, স্যুটকেসটি নিয়ে বিমানবন্দরে এদিক-সেদিক ঘুরছিলেন ওই নারী। হঠাৎ করেই খাওয়া শুরু করেন লাগেজটি। দৃশ্যটি আশপাশের যাত্রীদের হতবাক করে। কেউ কেউ এ ধরনের উদ্ভট আচরণে ভ্রু কুঁচকান। তবে কিছু

প্যান্টের চেইন খুললে নোটিফিকেশন চলে যাবে স্ত্রীর কাছে

প্যান্টের চেইন খুললে নোটিফিকেশন চলে যাবে স্ত্রীর কাছে

বর্তমানে সবার কাছেই ‘স্মার্ট ফোন’ থাকলেও ‘স্মার্ট প্যান্ট’ শব্দটি একেবারে নতুন। এক ব্যক্তি স্মার্ট প্যান্ট তৈরি করে এরই মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন। বিশেষ এই প্যান্টের চেইন খুললেই সঙ্গে সঙ্গে ফোনে নোটিফিকেশন চলে আসছে। অর্থাৎ সেটির সংযোগ যদি সঙ্গীর ফোনের সঙ্গে করা থাকে, তাহলে চেইন খুললেই সঙ্গীর কাছে চলে যাবে নোটিফিকেশন। গাই ডুপন্ট নামে এক ব্যবহারকারী টুইটারে স্মার্ট প্যান্টের একটি ভিডিও শেয়ার

প্রেমিকার জন্য মেয়ে সেজে পরীক্ষার হলে যুবক! অত:পর ...

প্রেমিকার জন্য মেয়ে সেজে পরীক্ষার হলে যুবক! অত:পর ...

প্রেমিকা যেন পরীক্ষায় পাশ করতে পারেন, সেজন্য নিজেই চুড়িদার পরে, কপালে টিপ ও ঠোঁটে লিপস্টিক দিয়ে, হাতে চুড়ি পরে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়েছিলেন এক তরুণ। প্রেমিকা যেন ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হতে পারেন, সেজন্য নিজেই পরীক্ষা দিতে যান ওই যুবক।  ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যের ফরিদকোটে।  গত ৭ জানুয়ারি ফরিদকোট জেলার কটকাপুরার ডিএভি পাবলিক স্কুলে স্বাস্থ্যকর্মী নিয়োগের পরীক্ষায় এই কাণ্ড ঘটান

ভিক্ষা চাইতে এসে প্রেসক্লাবে পত্রিকা পাঠে মনোনিবেশ প্রতিবন্ধী নারীর !

ভিক্ষা চাইতে এসে প্রেসক্লাবে পত্রিকা পাঠে মনোনিবেশ প্রতিবন্ধী নারীর !

কুমিল্লার দেবীদ্বারে ভিক্ষা করতে এসে পত্রিকা পাঠে মনোনিবেশ প্রতিবন্ধী এক নারী ভিক্ষুকের। বৃহস্পতিবার বিকেলে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে এমন ঘটনাটি ঘটে। এসময় তিনি দীর্ঘক্ষন বসে থেকে পত্রিকা পড়েন। হাতে লাঠি ও কাঁধে ভিক্ষার থলি নিয়ে তার পত্রিকা পড়ার এমন দৃশ্য দেখে প্রেসক্লাবে বসে থাকা সাংবাদিকসহ অন্যান্য পাঠকরাও বিস্মিত হন। জানা গেছে, তাহমিনা সুলতানা রানী(৩৮) নামে ওই ভিক্ষুক সড়ক দুর্ঘটনায় পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে