শাড়ি কিনলে ফ্রি পিয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৫ই ডিসেম্বর ২০১৯ ০১:৪৮ অপরাহ্ন
শাড়ি কিনলে ফ্রি পিয়াজ

পিয়াজের চড়া দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা থাকলেও এর সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা।সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রল আর সমালোচনা তো রয়েছেই, পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের ক্ষেত্রেও অভিনব উপায়ে পিয়াজের নাম ব্যবহার করছেন অনেকে। সেই অনুসারেই ১২শ’ টাকার পোশাক কিনলে এক কেজি পিয়াজ উপহার দিচ্ছে ভারতের একটি ফ্যাশন হাউস। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।
মহারাষ্ট্রের থানে জেলায় শীতল হ্যান্ডলুমস নামে একটি কাপড়ের শোরুমে চলছে এই অফার। সেখানে মাত্র এক হাজার রুপি (১২শ’ টাকা প্রায়) সমমানের শাড়ি কিনলেই এক কেজি পিয়াজ ফ্রি দেওয়া হচ্ছে।

শোরুমটিতে শনিবার থেকে শুরু হয়েছে এই অফার।বাংলাদেশের মতো ভারতেও চলছে পিয়াজ নিয়ে হাহাকার। বেশিরভাগ রাজ্যে একশ’ তো বটেই, কোথাও কোথাও দুইশ’ রুপিও পার হয়েছে পিয়াজের দাম। শীতল হ্যান্ডলুমসের এক কর্মচারী বলেন, এখানে পিয়াজ বিক্রি হচ্ছে ১৩০ রুপি কেজিতে। একারণে আমরা এক হাজার রুপির পোশাক কিনলেই এক কেজি পিয়াজ ফ্রি দিচ্ছি। অফার দেওয়ার পর থেকেই ক্রেতার সংখ্যা প্রচুর বেড়ে গেছে বলেও জানান ওই কর্মী।এর আগে, বাংলাদেশের ই-কমার্স সাইট দারাজও দিয়েছিল একই ধরনের অফার। গত অক্টোবরে ১১৩০ টাকার একটি সিল্কের শাড়ির সঙ্গে এক কেজি পিয়াজ ফ্রি দেওয়ার বিজ্ঞাপন দিয়েছিল তারা।