কুকুর-হরিণের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ১৮ই মে ২০১৯ ০১:০২ অপরাহ্ন
কুকুর-হরিণের ভিডিও ভাইরাল

অন্য রকম এক বন্ধুত্ব, কুকুর আর হরিণের। খেলা করছে এই দুই প্রাণী, যা ধরা পড়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক বাসিন্দার ক্যামেরায়। ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ওই বাসিন্দার নাম ইথান কোল। তিনি জানান, প্রথমে এই হরিণ ও কুকুরের খেলা তিনি মন দিয়ে দেখছিলেন, উপভোগ করছিলেন। অনেক পরে মনে হলো এটা ভিডিও করা দরকার। সেই মতো ২ মিনিটের একটি ভিডিও করি। পরে সামাজিক যোগাগোগ মাধ্যমে পোস্ট করি।

‘একদিন হঠাৎ দেখি, আমার পোষা কুকুর আইকে, বাড়ির লোহার তারের বেড়ার ধারে দৌড়ে বেড়াচ্ছে। তারপর লক্ষ্য করলাম, আইকে একা একা দৌড়াচ্ছে না, আসলে সে প্রতিযোগিতা করছে একটি হরিণের সঙ্গে। দুজনে একে অপরকে টেক্কা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে’,- বলছিলেন ইথান। ইথান বলেন, মনে হচ্ছে আইকে নতুন বন্ধু পেয়েছে। তবে ওই হরিণটিও একদিন বনে চলে যাবে। একা হয়ে যাবে আইকে।

ইনিউজ ৭১/এম.আ