গোসল না করায় স্বামীকে ডিভোর্স

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ১৩ই এপ্রিল ২০১৯ ০৩:৫৭ অপরাহ্ন
গোসল না করায় স্বামীকে ডিভোর্স

নিয়মিত গোসল না করার কারণে স্বামীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্ত্রী। এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভুপালে। ওই নারী আদালতে অভিযোগ করেন, সপ্তাহে একদিন গোসল করেন তার স্বামী। ভালো করে দাড়ি কামায় না। দুর্গন্ধে বাড়িতে জীবনযাপন মুশকিল হয়ে পড়েছে। স্বামী থেকে ডিভোর্স চাওয়ার কারণ হিসেবে তিনি এ কারণগুলো উল্লেখ্য করেন। আদালত তাকে এই সিদ্ধান্তের ব্যপারে বারবার সতর্ক করেছেন। কিন্তু ওই নারী জানান, স্বামীর সঙ্গে আর সংসার করা মোটেই সম্ভব নয়।

জানা গেছে, পারিবারিকভাবেই সিন্ধি সম্প্রদায়ের ওই তরুণের (২৫) সঙ্গে ব্রাহ্মণ সম্প্রদায়ের তরুণীর (২২) ২০১৮ সালে বিয়ে হয়। প্রথম দিকে বেশ ভালোই চলছিল সংসার। কিন্তু এর পরই প্রকাশ পেতে থাকে স্বামীর অপরিচ্ছন্ন স্বভাবের বিষয়টি। অবশেষে ওই নারী বিচ্ছেদের আর্জি জানিয়ে ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা করেন। ঘটনাটি আদালতে গড়ানোয় অনেকটাই অনুতপ্ত হয়েছেন অভিযুক্ত স্বামী। এখন থেকে স্ত্রীর কথামতো চলবেন বলে আগ্রহ প্রকাশ করলেও স্ত্রী তার সিদ্ধান্তে অনড় রয়েছেন।

ইনিউজ ৭১/এম.আর