৫০০ বিয়ের মাধ্যমে নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ২রা জানুয়ারী ২০১৯ ১২:০৪ অপরাহ্ন
৫০০ বিয়ের মাধ্যমে নববর্ষ উদযাপন

ইংরেজি নতুন বছরকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে উদযাপন করেছে ইন্দোনেশিয়া। নতুন বছরকে স্বাগত জানাতে ৫০০ বিয়ের আয়োজন করেছে দেশটি। রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত এই গণবিয়েতে তরুণ-তরুণী থেকে শুরু করে বয়স্করাও অংশ নেন।সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, নতুন বছরের প্রথম দিনের শুরুতে জাকার্তায় ছিল বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করে তাঁবুর নিচে পাঁচ শতাধিক বিয়ে সম্পন্ন হয়। বয়স্ক, তরুণ-তরুণীদের এ বিয়ের আয়োজক জাকার্তা সিটি কর্তৃপক্ষ।

গণবিয়ের অনুষ্ঠানটি ছিল গরিব পরিবারের সদস্যদের জন্য। জন্ম ও বিয়েসংক্রান্ত সরকারি কাগজপত্র যাদের নেই, তারাই এ বিয়ের সুযোগ পেয়েছেন। এই গণবিয়েতে সবচেয়ে বয়স্ক বরের বয়স ৭৬ বছর আর কনের ৬৫ বছর। আর সবচেয়ে কম বয়সীর বয়স ১৯ বছর। জাকার্তার গভর্নর আনিস বাশওয়েদান জানান, আইনগতভাবে বৈধ বিয়ে হয়েছে। ফলে দম্পতি ও তাদের সন্তানরা চিকিৎসাসেবা পাবেন। শিক্ষার সুযোগ পেয়ে সরকারি চাকরিতে প্রবেশে অবারিত সুযোগ পাবেন।