সাভারের ঢাকা ইপিজেডের লেনী ফ্যাশন এবং লেনী অ্যাপারেলস কারখানার সাড়ে সাত হাজার শ্রমিক বকেয়া পাওনা আদায়ের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন, যার ফলে সড়কটি পুরোপুরি অবরুদ্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকদের অভিযোগ, প্রায় চার বছর আগে কোভিড-১৯ এর কারণে লেনী ফ্যাশন এবং লেনী অ্যাপারেলস কারখানাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত তাদের বকেয়া বেতন, আনলিভ সার্ভিস বেনিফিট এবং অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি। তারা জানান, বারবার আশ্বাস দেওয়া হলেও এখনও তাদের পাওনা পরিশোধ করা হয়নি। এরই ফলস্বরূপ তারা সড়ক অবরোধ করে অবস্থান নেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, “কারখানা বন্ধ হওয়ার পরেও বকেয়া পাওনা পরিশোধের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রায় পাঁচ বছর ধরে আমাদের পাওনা আটকে রাখা হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে টাকা দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আমরা মনে করি, এবারও তাদের কথা মিথ্যে হবে।” মো. ইসলাম নামে একজন শ্রমিক বলেন, “এখনও আমার ৪৪ হাজার টাকা পাওনা, যা এখনও মেটানো হয়নি।”
শিল্প পুলিশ জানায়, “আমরা বিষয়টি সমাধানের জন্য ব্যবসা কর্তৃপক্ষ এবং শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করছি। তবে পরিস্থিতি শান্ত না হলে পুলিশ আরও পদক্ষেপ নিতে বাধ্য হবে।”
এদিকে, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম বলেন, “ডিইপিজেডের লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানা বন্ধ হওয়ার পর থেকেই শ্রমিকদের পাওনা পরিশোধের ক্ষেত্রে টালবাহানা চলছে। এরই পরিপ্রেক্ষিতে শ্রমিকরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে।”
দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কারখানার শ্রমিকদের দাবি, তাদের পাওনা পরিশোধ না করা হলে তারা সড়ক অবরোধ অব্যাহত রাখবেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।
শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে ডিইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে, নির্বাহী পরিচালক আবদুস সোবহান জানান, “তিনি ব্যস্ত আছেন, পরে কথা বলবেন।”
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।