সলঙ্গার আগরপুরে পীর আগর আলী (রহঃ) কওমিয়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২২ নভেম্বর, শুক্রবার সকাল আটটায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীসহ সকল শ্রেণির মানুষ।
এ অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালনকারী এই মাদ্রাসাটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। তখন মাদ্রাসাটি ফোরকানিয়া হিসেবে পরিচালিত হলেও বর্তমানে এখানে হেফজখানা, কিতাব বিভাগ ও নূরানী শাখায় পাঠদান চলছে। আগরপুর কবরস্থানের পাশে মরহুম আসাব আলী সরকার ও মরহুম ফজলার রহমান প্রামানিকের উদ্যোগে স্থানীয় জনগণের সহযোগিতায় মাদ্রাসাটির ভিত্তি স্থাপন হয়।
মাদ্রাসাটির নতুন ভবন নির্মাণের জন্য একই গ্রামের আলহাজ রজব আলী প্রাং ১৬ শতক জমি দান করেছেন। পুরনো স্থান থেকে মাদ্রাসাটিকে নতুন জায়গায় স্থানান্তর করা হচ্ছে, যা এলাকার মানুষের জন্য একটি বিশাল অর্জন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার অনেক যুবক। তারা মাদ্রাসার উন্নয়নে এগিয়ে আসার প্রতিশ্রুতি দেন। শত শত যুবক মাদ্রাসার তহবিলে প্রতি বছর দুই থেকে তিন হাজার টাকা করে দান করার ঘোষণা দেন। এমনকি, এবছর থেকে মাদ্রাসার বার্ষিক জালসার যাবতীয় খরচও তারা বহন করবেন বলে জানিয়েছেন।
মাদ্রাসার বার্ষিক জালসা আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দেশের স্বনামধন্য বক্তা মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী (বগুড়া)।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মাদ্রাসার ভূমি দাতা আলহাজ রজব আলী উপস্থিত ছিলেন এবং মাদ্রাসার সার্বিক সহযোগিতা প্রদান করেন। অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা, শিক্ষকরা, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে মাদ্রাসার অগ্রগতি, উন্নতি এবং মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ ঘটনা এলাকাবাসীর মাঝে এক অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে, যা মাদ্রাসাটির ভবিষ্যৎ উন্নয়ন ও সাফল্যের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।