তিন মাসের শিশু ইসমাইল হোসেন ইভানের ২টি হার্টে ফুটা জন্ম থেকেই। ছোট্ট শরীরে শ্বাসকষ্ট, হার্টের অস্বাভাবিক শব্দ ও ক্লান্তি এবং দুর্বলতা সহ শারীরিক নানা সমস্যায় ভুগছে সে। শারীরিক নানা সমস্যা নিয়ে শিশু ইভান শুধু অপলোক দৃষ্টিতে মানুষের দিকে তাকিয়ে থাকে। তার চেয়ে থাকা দেখে এমন কোন মানুষ নেই তার জন্য দু'ফোঁটা চোখের পানি ফেলেন না। শিশু ইভান বাঁচাতে চায়। জন্মের ৭ দিন পর থেকে শিশুটি অসুস্থতায় প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে চিকিৎসকের পরামর্শে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানের দায়িত্বরত চিকিৎসক শিশু ইভানকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার্ড করেন। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা সিদ্ধান্তে উপনীত হোন অপারেশন করে তার হার্টের ছিদ্র বন্ধ করতে হবে। অপারেশন ও চিকিৎসার অন্যান্য খরচের জন্য সাড়ে ৫ লাখ টাকা লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকবৃন্দ। দিনমজুর পিতা আসাদুজ্জামানের পক্ষে এত বিপুল পরিমাণ অর্থ জোগান দেয়া সম্ভব নয়। অভাবের কারণে শিশুটির মা ইসমোতারা বেশিরভাগ সময় বাবার বাড়ীতে থাকেন।
শিশুটির বাবা আসাদুজ্জামান পেশায় একজন দিনমজুর। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা ফকির পাড়া গ্রামের বাসিন্দা। অসুস্থ শিশুটির চিকিৎসা করতে তার বাবা সহায়হীন হয়ে পড়েছেন। এ অবস্থায় শিশুটির মা ইসমোতারা তার সন্তানকে সুস্থ করে তোলার আবেদন জানান সকলের প্রতি। তার বাবা- মা বুকের ধন সন্তানের চিকিৎসার জন্য সমাজের সকলের কাছে সাহায্য প্রার্থনা করেছেন।
সাহায্য পাঠানোর হিসাব নং ০২০০০২৩০০৬০৩১
অগ্রণী ব্যাংক পিএলসি,
উলিপুর শাখা।
বিকাশ, নগদ, রকেট- ০১৭৬৭৫০৭১৪৪
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।