হিলি বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২রা মে ২০২৪ ০৩:৩৩ অপরাহ্ন
হিলি বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে এক দিনের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো। 


বৃহস্পতিবার (০২মে) বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে এক দিনের ছুটি শেষে আজ বৃহস্পতিবার থেকে ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।


এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুল জানান, মে দিবস উপলক্ষে বন্দরে পণ্য আনা-নেওয়া সহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিদিনের মতো ১লা মে হিলি চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।