প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৪
স্বপ্নের রাজপুত্র ঘোড়ায় চেপে এসে নিয়ে যাবে রাজকন্যাকে- গল্পকথায় এ উপমার দেখা হামেশাই মেলে। আবার যুগের সঙ্গে পাল্লা দিয়ে একালের রাজকন্যাদের নিয়ে যেতে রাজপুত্ররা হেলিকপ্টারেও আসার খবর শোনা যায়। তবে রড রোলার নিয়ে বিয়ে করতে আসার খবর এবারই প্রথম শোনা গেল। এ কালের এমনই এক রাজপুত্রের দেখা মিললেছে ভারতের কৃষ্ণনগরে। নিজের বিয়ের দিন স্মরণীয় করে রাখতে গাড়ি, ঘোড়া বা পালকি নয়, একেবারে রোড-রোলারে চড়ে বিয়ে করতে যান কৃষ্ণনগরের যুবক অর্ক। আর তাতেই চোখ কপালে উঠেছে অনেকেরই।
ইনিউজ ৭১/এম.আর