
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৪

ফয়সাল মাহমুদ তালুকদার একজন ধার্মিক ও নরম হৃদয়ের মানুষ।ছাত্র জীবন থেকে নিজের ও দেশের মানুষের জন্য কাজ করা যায় এমন কিছু করে এসেছেন।পড়াশুনা শেষ করেছেন ইঞ্জিয়ারিং নিয়ে কিন্তু পেশা বেঁচে নিয়েছেন ব্যাবসাকে।ছাত্র জীবন থেকে টেলিকম ব্যাবসা করে নিজেকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করেছেন।কিন্তু তার মন ভরছিল না এই ব্যাবসাতে ,

মন সাঁয় দিচ্ছিল সরাসরি মানুষের সেবা করা যায় এমন কোন কিছু করার জন্য।অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন সকলের জন্য স্বাস্থ্যকর খাবারের রেস্তরা দিবেন এবং ২০১৮ সালে ৯ নভেম্বর মাসে , রাজধানীর সবুজবাগ বদ্ধমন্দিরের কাছে তার স্বপ্ন বাস্তবায়ন করেন।সম্পূর্ণ নিজের তত্ত্বাবধায়নে প্রতিষ্ঠিা করেন রেস্তোরা এবং নাম দেন ইসলামি দাতা , বোদ্ধা হাতেম তাই এর নামে।

শুনশান পরিপাটি , মনোরম পরিবেশ ও সম্পূর্ণ নির্ভেজাল খাবার দিয়ে ইতিমধ্যে তিনি সবার মনোযোগ বা আকর্ষণের কেন্দ্রে বিন্দুতে পরিণতি হয়েছে, তার এই হাতেম তাই রেস্তরাঁটা।এবার হাতেম তাই অফার করেছে এক মানবিক বা ভালোলাগার অফার।


যেমন রেস্তরাঁতে আমার সাধারণত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা পরিবার নিয়ে যেতে পছন্দ করি।দীর্ঘদিন ধরে ফয়সাল সাহেব দেখছেন তার রেস্তরাঁয় সবাই আসে কিন্তু খুভ কম সংখ্যক বৃদ্ধ বাবা মা আসেন।তাই তিনি সবাই কে তার রেস্তোরাঁর সেবা দেবার জন্য সন্মান দেখিয়েছেন এমন করে যে ,


'যদি কেউ বৃদ্ধ বাবা মা কে নিয়ে আসেন তার রেস্তরাঁয়', তাহলে মুল মূল্য থেকে তিনি ২০ % সন্মানস্বরূপ ছাড় দিবেন সকলের জন্য।এ বিষয় নিয়ে ইনিউজ৭১ কে ফয়সাল বলেন, সত্যিকারে আমার রেস্তোরা দিয়ে সার্থক মনে হয় যখন দেখি কেউ বৃদ্ধ বাবা মা কে নিয়ে আসেন।সত্যিকারতে আমি এমন ভাবে সারা জীবন মানুষের সেবা করে যেতে চাই। সে দোয়া কামনা করি সকলের কাছে।