বিতর্কিত চিত্রনায়িকা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তারকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ হেফাজতে নিয়েছিল। শুক্রবার সকালে লন্ডন যাওয়ার পথে তাকে আটক করা হয়। তবে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।
নিপুণের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা থামছে না। ৫ আগস্টের গণআন্দোলনের পর শোবিজ জগতের আওয়ামীপন্থি অনেক তারকা গায়েব হলেও নিপুণ দেশেই আছেন বলে জানা গেছে। যদিও মামলার ভয়ে তিনি নিজেকে আড়ালে রেখেছেন। তার ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি বাসায় থাকলেও আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পক্ষে প্রচারণাও চলছে।
নিপুণের ক্যারিয়ারে উল্লেখযোগ্য ব্যবসা সফল সিনেমা না থাকলেও রাজকীয় জীবনযাপনের জন্য তিনি আলোচিত। শেখ ফজলুল করিম সেলিমের ছত্রছায়ায় তার উত্থান হয়েছে বলে শোনা যায়।
নায়িকার শিক্ষাজীবন এবং ব্যক্তিগত জীবনেও রয়েছে নানা গল্প। উচ্চমাধ্যমিকের পর তিনি রাশিয়ায় পাড়ি জমান এবং মস্কো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে লস অ্যাঞ্জেলেসে তার স্বামী ও মেয়ের সঙ্গে থাকলেও স্বামীকে ডিভোর্স দেন।
২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘পিতার আসন’ সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন নিপুণ। এরপর বেশকিছু সিনেমায় কাজ করলেও অধিকাংশ ক্ষেত্রেই দ্বিতীয় সারির চরিত্রে দেখা গেছে তাকে।
সম্প্রতি লন্ডন যাওয়ার চেষ্টা ও ইমিগ্রেশন পুলিশের হেফাজতে নেওয়ার ঘটনায় তিনি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। নিপুণের ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্যারিয়ার নিয়ে আলোচনা চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।