২০২৫-এ নতুন তফসিল: ভুয়া ভোটার চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার ২৫শে ডিসেম্বর ২০২৪ ০৭:০৯ অপরাহ্ন
২০২৫-এ নতুন তফসিল: ভুয়া ভোটার চ্যালেঞ্জ

২০২৫ সালের সেপ্টেম্বরের আগেই ভোটার তালিকা চূড়ান্ত করে রাজনৈতিক দলের নিবন্ধন প্রদান এবং নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন।


সিইসি বলেন, "বর্তমান সরকারের প্রতি এবং নির্বাচন কমিশনের ওপর জনগণের প্রত্যাশা অনেক। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচন ক্ষতিগ্রস্ত বা ভণ্ডুল হওয়ার মতো কোনো পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি না। যখন জনগণ বুঝতে পারবে যে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে, তখন তারাই আমাদের সমর্থন দেবে।"


নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হওয়ার আগেই ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ এবং নতুন ভোটার অন্তর্ভুক্তির কাজ শুরু হয়েছে। তবে সিইসি স্বীকার করেন, ভুয়া ভোটার বাদ দেওয়া এবং সীমানা পুনর্নির্ধারণ নিয়ে জটিলতা নিরসন করা কঠিন হবে। মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়াও বড় চ্যালেঞ্জ।


তিনি বলেন, “কারও বয়স ১৮ বছর হলো কিন্তু যদি কোনো সিদ্ধান্ত না নিই বা ভুয়া ভোটারদের তালিকা থেকে বাদ না দিই, তাহলে সঠিক ভোটার তালিকা তৈরি করা সম্ভব নয়। এটি জটিল হলেও আমরা এ বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”


সিইসি আরও জানান, জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী, ডিসি-এসপি এবং সংশ্লিষ্ট প্রশাসন এখন নিরপেক্ষভাবে কাজ করছে। আগের মতো উপর থেকে কোনো দলীয় চাপ নেই। তিনি বলেন, "আগে তাদের বলা হতো নির্বাচন এমনভাবে করতে যেন একটি নির্দিষ্ট দল জয়ী হয়। এখন তারা মুক্তভাবে কাজ করছে।"


নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও জানান সিইসি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রাসঙ্গিক সব পদক্ষেপ নেওয়া হবে এবং ভোটের আগে ব্যাপক রদবদল ঘটতে পারে।


প্রসঙ্গত, চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর, রাজনৈতিক অস্থিরতায় দেশজুড়ে ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটে। এর ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং ২১ নভেম্বর নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়।