পিরোজপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, "আমরা তাকে ভোট দিয়েছিলাম স্বাধীনতার জন্য, কিন্তু তিনি জনগণের কথা না বলে ক্ষমতার কথা বলেছেন।"
৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাজিরপুর উপজেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যক্ষ আলমগীর হোসেন তার বক্তব্যে স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন এবং শেখ হাসিনার প্রতি তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "১৯৭১ সালের মার্চে পাকিস্তান জিন্দাবাদ বলে নিজের বক্তব্য শেষ করেছিলেন তিনি, কিন্তু মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েই স্বাধীনতা সংগ্রামের পথ চলা শুরু করেছিলেন।"
আলমগীর হোসেন আরও বলেন, "মেজর জিয়াউর রহমান স্বাধীনতার জন্য ৯ মাস যুদ্ধ করেছেন, গুলি খেয়েছেন, কিন্তু নিজের পরিবারের খোঁজ রাখেননি। তেমনি যিনি স্বাধীনতা এনে দিয়েছেন, সেই মেজর জিয়াউর রহমানের অবদান অস্বীকার করা যায় না।"
তিনি আরও বলেন, "এখনকার শাসকরা ক্ষমতায় এসে জনগণের কথা না বলে নিজের ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করছেন। জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শামিল থাকবে।"
জনসভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিক ইসলাম ফরাজি সভাপতিত্ব করেন এবং বিএনপির অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।