ঝালকাঠি সদর হাসপাতালে চালকের অবহেলায় বিপাকে রোগীরা

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: শনিবার ৯ই নভেম্বর ২০২৪ ০৬:৫৪ অপরাহ্ন
ঝালকাঠি সদর হাসপাতালে চালকের অবহেলায় বিপাকে রোগীরা

ঝালকাঠি সদর হাসপাতালে সরকারি দুইটি অ্যাম্বুলেন্স থাকলেও জরুরি চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা প্রায়ই সময়মত সেবা পাচ্ছেন না। গত শনিবার (৯ নভেম্বর) দুপুরে, সদর উপজেলার ধারাখানা এলাকার অন্তঃসত্ত্বা গৃহবধূ রিয়া মনিকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন, কিন্তু প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করার পরেও অ্যাম্বুলেন্স চালককে পাওয়া যায়নি। 


রোগীর স্বজনরা জানান, অ্যাম্বুলেন্স গ্যারেজে অবস্থান করা সত্ত্বেও চালক শাহাদাত তাদের সেবা দিতে আগ্রহী ছিলেন না। তাদের অভিযোগ, এই ধরনের অবহেলা চিকিৎসার ক্ষেত্রে গুরুতর সমস্যা তৈরি করছে এবং জরুরি মুহূর্তে রোগীদের চিকিৎসা সেবা পাওয়া কঠিন হয়ে পড়ছে। 


হাসপাতাল সূত্রে জানা যায়, একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। এর আগে মহসিন নামে এক চালক অনিয়মের দায়ে বদলি হয়ে যান, এরপর থেকে শাহাদাত নামক চালক দায়িত্বে আছেন। তবে, তিনি নিয়মিত অনুপস্থিতি ও কর্তব্যে অবহেলার কারণে নানা অভিযোগের সম্মুখীন হচ্ছেন। অনেক সময়, সরকারি অ্যাম্বুলেন্সে চালক না থাকার কারণে রোগীদের বেসরকারি অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস কিংবা অটো রিকশার মাধ্যমে হাসপাতালে যেতে হয়, যার ফলে রোগীদের অতিরিক্ত ভাড়া দিতে হয় এবং চিকিৎসায় দেরি হয়ে যায়।


এ বিষয়ে অ্যাম্বুলেন্স চালক শাহাদাত জানিয়েছেন, তিনি অফিসের কাজে ব্যস্ত ছিলেন এবং সেবা দিতে না চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। 


হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহমেদ জানিয়েছেন, শাহাদাত আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করেন এবং হাসপাতাল চালকের সংকটের মধ্যে রয়েছে। তবে, তিনি এ বিষয়ে শাহাদাতকে জিজ্ঞাসাবাদ করবেন এবং পরবর্তী ব্যবস্থা নেবেন।