প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০:২৭
আজ ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের শুভ জন্মদিন (বড়দিন) উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানিসহ সকল কার্যক্র বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, হিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আজকে আমদানি রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে যথারীতি পূর্বের নিয়মে আমদানি রপ্তানি চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল বলেন, বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।