প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১০:৩৮
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তিনজনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভোরে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়িতে চারজন যাত্রী ছিলেন। আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রাইভেটকারটি সড়ক থেকে সরিয়ে নেয় এবং যান চলাচল স্বাভাবিক করে। এ সময় ঘটনাস্থলে ভিড় জমায় পথচারীরা।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে উল্টে যায়।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের মরদেহ থানার মাধ্যমে পরবর্তী প্রক্রিয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করা হবে। আহতদের চিকিৎসা চলছে এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।