প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:৫৩
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার আনার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু তার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে সাভারের ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।