পিরোজপুরে এসএসসি-৯৩ ব্যাচের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: শনিবার ৪ঠা জানুয়ারী ২০২৫ ০৭:০৬ অপরাহ্ন
পিরোজপুরে এসএসসি-৯৩ ব্যাচের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পিরোজপুরের হুলার হাট বন্দর বাজার এলাকায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে এসএসসি-৯৩ ব্যাচ। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে এ কার্যক্রম শুরু হয়, যেখানে শতাধিক বৃদ্ধ, পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।  


৯৩ ব্যাচের শিক্ষার্থী হাফিজুল ইসলাম তাপস বলেন, তারা পিরোজপুর শাখা থেকে মানবিক সাহায্য হিসেবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেছেন। এর আগে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া হয়েছে এবং আগামী দিনগুলোতেও এই ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে।  


এছাড়া উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, ৯৩ ব্যাচের শিক্ষার্থী মহিদুল ইসলাম শরিফ, জেলা তাঁতী দলের সভাপতি আলী শেখ, পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল আলম সজলসহ আরও অনেকে।  


শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, এসএসসি-৯৩ ব্যাচ, পিরোজপুর মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এটি একটি সংগঠন, যা নানা দুর্যোগে ও শীতকালীন সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ায়। তারা প্রতি বছর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে আসছে এবং এ বছরের শীতেও তাদের এই কর্মসূচি চালু রয়েছে।  


তিনি আরও বলেন, ‘‘মানুষের সহযোগিতার মাধ্যমে একজনের কষ্ট লাঘব করা সম্ভব। সমাজের সকল শ্রেণির মানুষের প্রতি আহ্বান জানাই, যতটুকু সম্ভব অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ান, যেন তাদের শীত নিবারণ সম্ভব হয়।’’


এই অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় মানুষজনও এসএসসি-৯৩ ব্যাচের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের সেবামূলক কর্মকাণ্ডের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন।