ইসলামের শান্তির বার্তা প্রচারে প্রযুক্তির ব্যবহার জরুরি: মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - যশোর
প্রকাশিত: শনিবার ৪ঠা জানুয়ারী ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ন
ইসলামের শান্তির বার্তা প্রচারে প্রযুক্তির ব্যবহার জরুরি: মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, ইসলামের শ্রেষ্ঠত্বের বাণী বুদ্ধিবৃত্তিকভাবে এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে। উগ্রবাদ বা জঙ্গিবাদ নয়, শান্তি ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিয়ে সমাজকে আলোকিত করার আহ্বান জানান তিনি।  


শুক্রবার যশোরের পুলেরহাট আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে আজহারী বলেন, একমাত্র ইসলামই শান্তি ও কল্যাণের পথ দেখাতে পারে। অন্য যেকোনো পন্থা সমাজে বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টি করবে।  


তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে লুটপাট, হিংসা ও বিশৃঙ্খলার বিস্তার ঘটেছে। একদল ক্ষমতা থেকে সরে গেলে আরেক দল এসে একই কাজ করে। এ অবস্থায় সমাজে নৈতিকতা এবং মানবিকতার চর্চা বাড়ানো জরুরি।  


ইসরায়েলের বর্বরতার উদাহরণ টেনে তিনি বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের হামলা সভ্যতাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এটি সভ্য সমাজের জন্য একটি লজ্জার বিষয়।  


তিনি বলেন, মানুষের মধ্যে ভালো গুণাবলির চর্চা কমে যাচ্ছে। আল কোরআনের আলোকে জীবন গঠন করলেই একটি উন্নত ও সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। সংসদকেও ইসলামের আলোয় আলোকিত করতে হবে।  


আজহারী আরও বলেন, আল্লাহ তায়ালা মানবজাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। পৃথিবীর সবকিছু মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। মানুষকে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিয়েছেন, যা ভালো এবং মন্দ উভয় কাজে ব্যবহৃত হতে পারে। এ স্বাধীনতার সঠিক প্রয়োগের মাধ্যমেই মানুষ উন্নতির চূড়ায় পৌঁছাতে পারে।  


মাহফিলের আলোচনায় আরও অংশ নেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।  


তিন দিনব্যাপী এই মাহফিলে প্রথম দিন আলোচনা করেন আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। দ্বিতীয় দিন মাওলানা রফিকুল ইসলাম মাদানী এবং মুফতি আমির হাজমা অংশ নেন। শেষ দিন বাদ মাগরিব বক্তব্য দেন শায়খ আহমাদুল্লাহ এবং শেষ আলোচক ছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারী।