সোমবার (২৬জানুয়ারী) বেলা ১১ টায় পাঁচবিবি পৌরসভার ৯ নং ওয়ার্ডের দানেজপুর আদিবাসী পাড়া, হরিহরপুর, গোপালপুর এলাকায় ধানের শীষের এই গণসংযোগ করেন তারা। এসময় নেতাকর্মিরা ধানের শীষের স্লোগান দিয়ে মিছিল করেন ওই এলাকাগুলোতে।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত গণসংযোগে পাঁচবিবি মা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আইয়ুব আলী, পাঁবিবি থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম কাশেম উদ্দিন চৌধুরীর ছেলে আবু হেনা মোস্তফা কামাল ওরফে লিটন চৌধুরী, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি রাশেদুল হক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আহসান হাবিব, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহবুব আলম জামিল, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক শামীম রেজা জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, বিএনপি নেতা মিনু, সরোয়ার হোসেন, সহকারী অধ্যাপক শাহাদুল ইসলাম শাহাদত, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, সোহেল, আব্দুল হামিদ, আলিমুর রেজা জাহাঙ্গীর, আক্তারুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন ।