
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১৬:১৫

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দ্বারা দলীয় প্রতীকের স্লোগান দিয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে রাজনৈতিক দলের স্লোগান দেয়া নির্বাচনী প্রচার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
