
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১৮:৩৯

গণতন্ত্র রক্ষায় জনগণকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেছেন, চব্বিশের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এই গণভোটের মাধ্যমে জনগণের দাবি তুলে ধরা হচ্ছে। আগামী নির্বাচনে যদি গণভোটে হ্যাঁ পক্ষে আসে তাহলে যে সুযোগ-সুবিধা ও অধিকারের কথা বলা হয়েছে সেগুলো সব ভোগ করা যাবে। আর যদি না যুক্ত হয় তাহলে আবার সেই বাংলাদেশ আগের দুর্যোগের দিনে ফিরে যেতে হবে। তাই গণভোটের জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ দিন।
