রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ২৮ নম্বর উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে কয়েকদিন ধরে একটি বড় আকৃতির কুমিরের দেখা মিলেছে। এতে নদীপাড়ের বাসিন্দা ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের সামনের পদ্মা নদীর পাড়ে কুমির দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। স্থানীয়রা জানান, গত দুই থেকে তিন দিন ধরে কখনো সকাল, কখনো দুপুরে কুমিরটি নদীর পানিতে ভেসে উঠছে।
এলাকাবাসীর দাবি, কুমিরটি যে স্থানে দেখা যাচ্ছে, সেখানে প্রতিদিন শত শত মানুষ গোসল করে থাকেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। স্থানীয় যুবকসহ অনেকেই ফেসবুকে কুমিরের ছবি ও ভিডিও পোস্ট করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম তার ফেসবুক পোস্টে লেখেন, হঠাৎ করেই বিদ্যালয়ের পাশের পদ্মা নদীতে কুমির দেখা গেছে এবং স্থানীয় সকলকে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানান।
রবিউল রবি নামের এক যুবক জানান, সকাল থেকেই একাধিকবার কুমিরটি ভেসে উঠেছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আতঙ্ক সৃষ্টি করেছে। একইভাবে মিজানুর রহমান মুন তার পোস্টে উড়াকান্দা বাজার পয়েন্ট এলাকায় কুমির দেখার বিষয়টি নিশ্চিত করে সতর্কতা অবলম্বনের কথা বলেন।
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, তিনি নিজেও শুনেছেন গত কয়েকদিন ধরে কুমির দেখা যাচ্ছে এবং আজও দুইবার দেখা গেছে বলে শোনা গেছে।
এ বিষয়ে রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান বলেন, পদ্মা মূল নদী হওয়ায় কুমির ধরা প্রায় অসম্ভব। তবে এলাকাবাসীকে নদীতে নামতে নিষেধ করে সচেতনতা কার্যক্রম চালানো হবে।
রাখাইন সংঘাতের প্রভাব: টেকনাফে আতঙ্ক, আদালতে ৫২ আরাকান সদস্য
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় জানান, বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এসেছে এবং নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।