মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে দীর্ঘদিনের পলাতক ৮টি সাজা ওয়ারেন্টভূক্ত আসামি মোঃ দেলোয়ার হোসেন (৩৬) কে গ্রেফতার করা হয়েছে।
আসামি দেলোয়ার শ্রীমঙ্গল উপজেলার পুরানগাঁও জানাউড়া এলাকার মোঃ আলী হোসেন এর ছেলে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচাজ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, শ্রীমঙ্গল থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে গতকাল রাতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকা হতে আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আসামির বিরুদ্ধে ৭ টি সিআর সাজা ওয়ারেন্ট এবং ১ টি জিআর সাজা ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘদিন নিজের লেবাস পরিবর্তন করে আত্মগোপনে ছিল। আসামী নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর চোখকে ফাঁকি দেয়ার জন্য বিভিন্ন পেশা ও চেহারার রুপ পরিবর্তন করে। অবশেষে তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে আসামিকে গ্রেফতার করা হয়েছে।