প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লেদা ও আলীখালী এলাকার ২৪ ও ২৫ নম্বর ক্যাম্পের মধ্যবর্তী অংশে ছনখলা নামক স্থানে এই আগুনের সূত্রপাত হয়। এতে প্রাথমিকভাবে অন্তত ২০ থেকে ২৫টির বেশি বসতঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
