মৌলভীবাজার জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বিজয় র্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়ে শহরে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালি শেষে স্কুল ক্যাম্পাসে প্রাইমারি শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও হাই স্কুল শাখার শিক্ষার্থীদের নিয়ে রচনা ও বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমেদ।
সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মোঃ আফসার মিয়া, মুঈন উদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম, কাওছার আহমেদ সম্রাট, জয়া রবি দাস, হাফিজা আক্তার, তাসনিম রহমান তৃষা এবং নুরজাহান আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক অভিভাবক ও শিক্ষার্থীদের সরব অংশগ্রহণ ছিল।