প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৭

ফরিদপুর–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার কৈডুবী রেল ক্রসিংয়ের সামনে শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে একটি পরিবহন বাস ও থ্রি-হুইলার ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। দুপুরের দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর স্থানীয় জনতা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
