প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ১৮:১৫

পটুয়াখালীর মহিপুরে আলোচিত ট্রলার মাঝি শহিদুল ইসলাম হত্যা মামলার পলাতক প্রধান আসামি সোহেল ফকিরকে অবশেষে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ দল মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের পশ্চিম খাজুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতার সোহেল ফকির (৩৪) পশ্চিম খাজুরার মৃত আমজেদ আলী ফকিরের ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
