প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে মহিদুল ইসলাম (আলস) সরদার (৪৮) নামে এক চা দোকানিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি ভিটা থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মহিদুল ওই গ্রামের নজির সরদারের ছেলে এবং স্থানীয় শিবপুর বাজারে চায়ের দোকান পরিচালনা করতেন।
