প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়। চার বোন ও এক ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে চলমান দ্বন্দ্বের কারণে বাবা তসলিম উদ্দীন (৭০) জীবদ্দশায়ই ছেলের কাছে আশ্রয় পাননি। বৃদ্ধ বয়সে তিনি ছিলেন ছোট মেয়ে বিউটি আক্তারের বাড়িতে। সেখানেই রোববার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।
