প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ২০:৩৬

সোমবার (১ ডিসেম্বর) ছারছীনা দরবার শরীফে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল আখেরী মুনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। লক্ষাধিক ভক্ত-মুরিদান ও ধর্মপ্রাণ মুসলমানদের সমাগমে ছারছীনার পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত টালমাটাল, তাই স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ৯২ ভাগ মুসলিম জনতার স্বার্থ রক্ষায় যথাযথ সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত গ্রহণে সামান্য ভুলও জাতির জন্য দীর্ঘমেয়াদে বিপদজনক হতে পারে।
