
প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৮

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব কাজী ইরাদত আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে বিপুল অঙ্কের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ মিলেছে। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ীর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আনিসুর রহমান তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক এবং সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর বিজন কুমার বোস।
