প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১৮:২৩

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর–মথুরাপুর–পাহাড়পুর ইউনিয়ন ভূমি অফিসে জমির খাজনা, খারিজ, নামজারি ও অন্যান্য সেবা ঘিরে দীর্ঘদিন ধরে চলছে ব্যাপক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ঘুষ বাণিজ্য—এমন অভিযোগ তুলেছেন এলাকার ভুক্তভোগীরা। তাদের দাবি, সরকারি অটোমেটিক সফটওয়্যার অনুযায়ী খাজনার পরিমাণ নির্ধারিত হওয়ার কথা থাকলেও বাস্তবে কর্মকর্তারা ইচ্ছেমতো সেই অঙ্ক বাড়িয়ে দেন এবং অতিরিক্ত ঘুষ নিলে অনলাইনে কম টাকার রশিদ দেন। সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে ভূমি সহকারী কর্মকর্তা রাসেল হোসেনের বিরুদ্ধে।
