বরিশালের হিজলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রি-ধান ১০৩ জাতের নমুনা কর্তন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর এলাকায় ধান কাটার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনি, সহকারী কমিশনার ভূমি অভ্র জ্যোতি বড়াল, অতিরিক্ত কৃষি অফিসার নার্গিস আক্তার, উপজেলা সমবায় অফিসার মোঃ নুরুল ইসলাম। এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক ও কৃষাণিগণ উপস্থিত ছিলেন।
নমুনা শস্য কর্তনের পরে কৃষকদের নিয়ে আলোচনা সভা ও নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে কৃষি বিষয়ের উপর ১০ দিনের প্রশিক্ষণ গ্রহণ করা কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রাপ্ত সনদ প্রদান করা হয়েছে ।