
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১৬:৪৪

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে আজ শুক্রবার (২১ নভেম্বর) পর্যন্ত ছয়জন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকায় ৩ জন, নারায়ণগঞ্জে ১ জন এবং নরসিংদীতে ২ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ভূমিকম্পের অভিঘাতে বেশ কিছু ভবন, সড়কসংলগ্ন স্থাপনা ও ঘরে ফাটল দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ।

