রাজবাড়ী গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।