সারাদেশে একযোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজার জেলার তিন কেন্দ্রে শুরু হওয়া এ পরীক্ষা বেলা ১টায় শেষ হয়।
এতে জেলার জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজনগর আইডিয়েল হাইস্কুল এবং শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে দুই শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি-পঞ্চম শ্রেণির প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলার সভাপতি এহসান বিন মুজাহির, জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান ।
পরীক্ষা কেন্দ্রগুলোতে সরজমিনে গিয়ে দেখা যায়, ব্যাপক উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। কেন্দ্রের বাইরে অভিভাবকদের উপচেপড়া ভিড় ছিল লক্ষণীয়।
বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জুড়ী উপজেলা সভাপতি আব্দুল কাইয়ুম জানান, জুড়ী উপজেলা থেকে এবার মোট ৭২১জন শিক্ষার্থী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
সংগঠনের রাজনগর উপজেলা সভাপতি মোস্তফা বকস জানান, এবারের বৃত্তি পরীক্ষার রাজনগর উপজেলা থেকে অর্ধ সহস্রাধিক শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে
সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মোঃ এহসানুল হক জানান, মৌলভীবাজার জেলা থেকে প্রায় দেড় হাজার শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। জেলায় তিনটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ও নিরিবিলি পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরো আগ্রহী করে তুলতে প্রতিযোগিতামূলক পরীক্ষার দরকার রয়েছে, আর সেটাই করে যাচ্ছে বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজিস্ট্রেশন নং এস-১০২৮/৯৮)।