কুড়িগ্রামের উলিপুরে ’৭১ সেই ভয়াল হাতিয়া গণ-হত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১৩ নভেম্বর ঘুমন্ত মানুষের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে পাক-বাহিনী।
সেইদিন ৬' শত ৯৭ জন নিরস্ত্র মানুষকে দাগারকুটি নামক স্থানে জড়ো করে হত্যা করেছিল পাকিস্থানি হায়নারা। স্বাধীনতার দীর্ঘদিন পর মুক্তিযোদ্ধাদের দাবির মূখে উপজেলা প্রশাসন দিবসটি পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় কৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও হাতিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে সকাল সাড়ে ৮ টায় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে।