বঙ্গোপসাগরে ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের এক বিরল সামুদ্রিক মাছ ‘কালো পোয়া’। স্থানীয়ভাবে মাছটি ‘দাঁতিনা’ বা ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামেও পরিচিত। সচরাচর এই প্রজাতির মাছ জেলেদের জালে ধরা পড়ে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার (১২ নভেম্বর) সকালে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে মনোয়ারা ফিস নামের আড়তে মাছটি তোলা হয়। খোলা ডাকে মাছটি বিক্রি হয় ১ লাখ ১ হাজার টাকায়।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী সগির আকন বলেন, “এমন মাছ সচরাচর দেখা যায় না। দামও অবাক করার মতো—এক লাখ টাকার বেশি!”
ইকোফিশ বাংলাদেশের গবেষণা সহকারী বখতিয়ার রহমান জানান, ‘কালো পোয়া’ (Protonibea diacanthus) Sciaenidae পরিবারের এক বিরল প্রজাতির সামুদ্রিক মাছ। সাধারণত ৫০ থেকে ১৮০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং ওজন ১০ থেকে ২৫ কেজির মধ্যে থাকে। তবে কখনও ৫০ কেজিরও বেশি পাওয়া যায়।
তিনি বলেন, মাছটির বায়ু থলি বা এয়ার ব্লাডার আন্তর্জাতিক বাজারে অত্যন্ত মূল্যবান। এটি চীনা ঐতিহ্যবাহী ওষুধ ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়, এজন্য এর দাম বেশি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এ ধরনের মাছ খুবই বিরল, জেলেদের জন্য এটি আনন্দের খবর।”